Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রঃ নং

নির্ধারিত সেবা

 সেবা গ্রহীতা

 সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি ও সর্বোচ্চ সময়সীমা

 সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী

০১

ক্ষুদ্র ঋণ কর্মসূচী

দরিদ্র অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠী পুরুষ/মহিলা

দরিদ্র ও অসুবিধাগ্রস্থ পুরুষ/মহিলাদের সংগঠিত করে সমিতির মাধ্যমে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মে ঋণ বিতরণ করা হয়।

সময়সীমা- সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১ সপ্তাহ

১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

২। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

৩। মাঠ কর্মকর্তা/সংগঠক

০২

স্মল এন্টারপ্রাইজ লোন প্রোগ্রাম (SELF)

ক্ষুদ্র উদ্যোক্তা

চলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার উন্নতির জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মে ঋণ প্রদান।

সময়সীমা- সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১০ দিন।

১। যুগ্ম পরিচালক, মাঠ পরিচালক (SELF) (প্রযোজ্য ক্ষেত্রে)

২। উপ-পরিচালক, সংশ্লিষ্ট অঞ্চল।

(প্রযোজ্য ক্ষেত্রে)

৩। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

৪। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (SELF)

০৩

সঞ্চয় কর্মসূচী:

 

 

 

 

১। সাধারণ সঞ্চয় (সাপ্তাহিক)

দরিদ্র অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠী পুরুষ/মহিলা

সমিতির সাপ্তাহিক সভায় সদস্যদের নিকট থেকে তাদের সামর্থ অনুযায়ী সঞ্চয় গ্রহণ করা হয়।

সময়সীমা- প্রতি সাপ্তাহিক সভা।

 

১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

২। মাঠ কর্মকর্তা/সংগঠক

 

২। সোনালী সঞ্চয় স্কীম (মাসিক)

পিডিবিএফ এর সকল পর্যায়ের সদস্য এবং কর্মকর্তা/কর্মচারী।

মাসিক সর্বনিম্ন ৫০/- টাকা থেকে সর্বোচ্চ যে কোন হারে ৩, ৫, ৭, ৮, ১০ বছর মেয়াদী এই হিসাব খেলা হয়।

সময়সীমা- প্রতি মাসের যে কোন তারিখে।

১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

২। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (সকল)

৩। মাঠ কর্মকর্তা/সংগঠক

 

৩। মেয়াদী সঞ্চয় স্কীম

(এককালীন)

পিপিবিএফ এর সকল পর্যায়ে সদস্য।

এককালীন সর্বনিম্ন ৫,০০০/- টাকা থেকে শুরু করে যে কোন পরিমাণের টাকা রাখা যায়।

হিসাবের মেয়াদ- ৭ বছর।

মেয়াদ পূর্তিতে এককালীন প্রাপ্তি দ্বিগুণেরও বেশী।

যেমন- ৫০০০/- টাকায় মেয়াদ পূর্তিতে মোট প্রাপ্তি ১০,২০০/- টাকা।

সময়সীমা- অফিস চলাকালীন যে কোন সময়।

১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

২। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (সকল)

৩। মাঠ কর্মকর্তা/সংগঠক

৪।

প্রশিক্ষণঃ

 

 

 

 

১। নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন।

সমিতির নেতৃত্ব দানকারী সদস্য

প্রতি আর্থিক বছর সুবিধামত সময়ে প্রতি ব্যাচে ২৫ জন করে ২ দিন ব্যাপী ২ ব্যাচ প্রশিক্ষণ প্রদান করা হয়। 

উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও উপ-পরিচালকের কার্যালয় থেকে নির্ধারিত প্রশিক্ষক

 

 

২। IGA ভিত্তিক উন্নয়ন প্রশিক্ষণ (পশু, মৎস্য ও কৃষি)

সমিতির আগ্রহী যে কোন সদস্য। নির্ধারিত IGA থাতকে হবে।

সদস্যদের চাহিদা মোতাবেক বিভিন্ন IGA  তে আলাদা-আলাদা ভাবে প্রশিক্ষণ দেয়া হয়।

উপ-পরিচালকের কার্যালয় থেকে নির্ধারিত প্রশিক্ষক

 

৩। ২। IGA ভিত্তিক প্যারাটেক প্রশিক্ষণ

বাছাইকৃত আগ্রহী শিক্ষিত সদস্য।

প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক বাছাইকৃত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপ-পরিচালকের কার্যালয় থেকে নির্ধারিত প্রশিক্ষক

 

৪। নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মৌলিক প্রশিক্ষণ

কর্ম এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সদস্য

প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক বাছাইকৃত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান কার্যালয়।

 

৭। সাপ্তাহিক প্রশিক্ষণ ফোরাম

সমিতির সাপ্তাহিক সভার সকল সদস্য

সমিতির সাপ্তাহিক সভায় বিভিন্ন সামাজিক ও আর্থিক বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ।

মাঠ কর্মকর্তা/মাঠ সংগঠক।

৫।

সুফলভোগীদের মেধাবী      সন্তানদের সংবর্ধনা

সুফলভোগী সদস্যদের মেধাবী সন্তান।

উপজেলা কার্যালয় থেকে প্রেরিত বাছাইকৃত সদস্য।

প্রধান কার্যালয়।

৬।

 শ্রেষ্ঠ সুফলভোগীদের পুরস্কার প্রদান

 শ্রেষ্ঠ সুফলভোগী

উপজেলা কার্যালয় থেকে প্রেরিত বাছাইকৃত সদস্য।

প্রধান কার্যালয়।

৭।

সোলার প্রকল্প (বাস্তবায়ন প্রক্রিয়াধীন)

সংশ্লিষ্ট এলাকার সকল জনগোষ্ঠী

সংশ্লিষ্ট এলাকার যে কো ব্যক্তি চাহিদা মোতাবেক নির্ধারিত শর্তে সোলার ক্রয় করতে পারে।

উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।