ক্রঃ নং | নির্ধারিত সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি ও সর্বোচ্চ সময়সীমা | সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী |
০১ | ক্ষুদ্র ঋণ কর্মসূচী | দরিদ্র অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠী পুরুষ/মহিলা | দরিদ্র ও অসুবিধাগ্রস্থ পুরুষ/মহিলাদের সংগঠিত করে সমিতির মাধ্যমে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মে ঋণ বিতরণ করা হয়। সময়সীমা- সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১ সপ্তাহ | ১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। ২। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। ৩। মাঠ কর্মকর্তা/সংগঠক |
০২ | স্মল এন্টারপ্রাইজ লোন প্রোগ্রাম (SELF) | ক্ষুদ্র উদ্যোক্তা | চলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার উন্নতির জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মে ঋণ প্রদান। সময়সীমা- সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১০ দিন। | ১। যুগ্ম পরিচালক, মাঠ পরিচালক (SELF) (প্রযোজ্য ক্ষেত্রে) ২। উপ-পরিচালক, সংশ্লিষ্ট অঞ্চল। (প্রযোজ্য ক্ষেত্রে) ৩। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। ৪। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (SELF) |
০৩ | সঞ্চয় কর্মসূচী: |
|
|
|
| ১। সাধারণ সঞ্চয় (সাপ্তাহিক) | দরিদ্র অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠী পুরুষ/মহিলা | সমিতির সাপ্তাহিক সভায় সদস্যদের নিকট থেকে তাদের সামর্থ অনুযায়ী সঞ্চয় গ্রহণ করা হয়। সময়সীমা- প্রতি সাপ্তাহিক সভা।
| ১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। ২। মাঠ কর্মকর্তা/সংগঠক |
| ২। সোনালী সঞ্চয় স্কীম (মাসিক) | পিডিবিএফ এর সকল পর্যায়ের সদস্য এবং কর্মকর্তা/কর্মচারী। | মাসিক সর্বনিম্ন ৫০/- টাকা থেকে সর্বোচ্চ যে কোন হারে ৩, ৫, ৭, ৮, ১০ বছর মেয়াদী এই হিসাব খেলা হয়। সময়সীমা- প্রতি মাসের যে কোন তারিখে। | ১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। ২। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (সকল) ৩। মাঠ কর্মকর্তা/সংগঠক |
| ৩। মেয়াদী সঞ্চয় স্কীম (এককালীন) | পিপিবিএফ এর সকল পর্যায়ে সদস্য। | এককালীন সর্বনিম্ন ৫,০০০/- টাকা থেকে শুরু করে যে কোন পরিমাণের টাকা রাখা যায়। হিসাবের মেয়াদ- ৭ বছর। মেয়াদ পূর্তিতে এককালীন প্রাপ্তি দ্বিগুণেরও বেশী। যেমন- ৫০০০/- টাকায় মেয়াদ পূর্তিতে মোট প্রাপ্তি ১০,২০০/- টাকা। সময়সীমা- অফিস চলাকালীন যে কোন সময়। | ১। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। ২। সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (সকল) ৩। মাঠ কর্মকর্তা/সংগঠক |
৪। | প্রশিক্ষণঃ |
|
|
|
| ১। নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন। | সমিতির নেতৃত্ব দানকারী সদস্য | প্রতি আর্থিক বছর সুবিধামত সময়ে প্রতি ব্যাচে ২৫ জন করে ২ দিন ব্যাপী ২ ব্যাচ প্রশিক্ষণ প্রদান করা হয়। | উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও উপ-পরিচালকের কার্যালয় থেকে নির্ধারিত প্রশিক্ষক
|
| ২। IGA ভিত্তিক উন্নয়ন প্রশিক্ষণ (পশু, মৎস্য ও কৃষি) | সমিতির আগ্রহী যে কোন সদস্য। নির্ধারিত IGA থাতকে হবে। | সদস্যদের চাহিদা মোতাবেক বিভিন্ন IGA তে আলাদা-আলাদা ভাবে প্রশিক্ষণ দেয়া হয়। | উপ-পরিচালকের কার্যালয় থেকে নির্ধারিত প্রশিক্ষক |
| ৩। ২। IGA ভিত্তিক প্যারাটেক প্রশিক্ষণ | বাছাইকৃত আগ্রহী শিক্ষিত সদস্য। | প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক বাছাইকৃত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। | উপ-পরিচালকের কার্যালয় থেকে নির্ধারিত প্রশিক্ষক |
| ৪। নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মৌলিক প্রশিক্ষণ | কর্ম এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সদস্য | প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক বাছাইকৃত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। | প্রধান কার্যালয়। |
| ৭। সাপ্তাহিক প্রশিক্ষণ ফোরাম | সমিতির সাপ্তাহিক সভার সকল সদস্য | সমিতির সাপ্তাহিক সভায় বিভিন্ন সামাজিক ও আর্থিক বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ। | মাঠ কর্মকর্তা/মাঠ সংগঠক। |
৫। | সুফলভোগীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা | সুফলভোগী সদস্যদের মেধাবী সন্তান। | উপজেলা কার্যালয় থেকে প্রেরিত বাছাইকৃত সদস্য। | প্রধান কার্যালয়। |
৬। | শ্রেষ্ঠ সুফলভোগীদের পুরস্কার প্রদান | শ্রেষ্ঠ সুফলভোগী | উপজেলা কার্যালয় থেকে প্রেরিত বাছাইকৃত সদস্য। | প্রধান কার্যালয়। |
৭। | সোলার প্রকল্প (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) | সংশ্লিষ্ট এলাকার সকল জনগোষ্ঠী | সংশ্লিষ্ট এলাকার যে কো ব্যক্তি চাহিদা মোতাবেক নির্ধারিত শর্তে সোলার ক্রয় করতে পারে। | উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। |